সকালে অ্যালার্ম বাজে যখন
ঘুম ঘুম চোখে তখন,
আলদো করে ঘুরাই চাবি
এর পর আবার ঘুমিয়ে পরি।
দ্বিতীয় বার অ্যালার্ম বাজে যখন
লাফ দিয়ে উঠি তখন,
তড়িঘড়ি করে সারি, ব্রাশ গোসল।
হাকাই প্যান্ট শার্ট, বাধি সুতা জুতার,
কাধে নিয়ে ব্যাগ, সাথে লাঞ্চ বক্স
বেরিয়ে পরি জীবন যুদ্ধে।
ধাক্কা ধাক্কি করে উঠি বাসে মুশকিলে
দাঁড়িয়ে থাকি লোহার রেলিং ধরে,
দুইজনে দুইদিক মুখ করে আড়াআড়িভাবে,
গেয়ে যাই দেশের গুণগান।
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি,
দোয়া করো মা, শত কষ্টের মাঝে যেন ভালো থাকি।
এর পর হাফিয়ে লাফিয়ে বিলম্ব করে আসি অফিসে,
বস্‌ ডেকে বলে কি ব্যাপার, আজও দেরি।
তাই বস্‌ ভারী মুখে বলল আর না হয় যেন দেরী।



তারিখঃ ৩১/০১/২০১৮