পরন্ত বিকেল বেলায়
ঘুমান্ত ঐ আকাশের দিকে
নীরবে তাকিয়ে আছি মৃদু বাতাসে।
চারিদিকে পাখিদের কোলাহল
ঝাকে ঝাকে উড়ছে ঐ নীল গগনে।
গাঁয়ের কৃষাণীরা গুটিয়ে নিচ্ছে সবই,
সন্ধ্যার আয়োজনে।
রাখাল ছেলের দল
ঘরে ফিরছে সাথে নিয়ে পাল।
কৃষক ফিরছে ক্লান্তিময় গাম জরা ফসল নিয়ে,
মাঝি পাল তুলছে দক্ষিনা পবনে।
দামাল ছেলেরা ছোটাছুটি করছে মুক্ত মনে,
সচ্ছ পানি বয়ছে ঐ নদীর পানে।
জেলেরা জাল ফেলছে নদীর জলে
জোয়ার ভাটা হচ্ছে প্রকৃতির নিয়মে।
প্রকৃতির এই অপরূপ প্রবাহ
দেখতে দেখতে সন্ধ্যা গনিয়ে এল,
আর সূর্য ঘুমিয়ে গেল।



তারিখঃ ২৪/০১/২০১৮