এসেছে বৈশাখী মেলা
চারিদিকে হৈ চৈ আর নানান রকমের খেলা।
সকল জাতি উঠেছে মেতে,
ধর্ম বর্ণ গোত্র ভূলে।
কণ্ঠে তাদের একটাই বুলি
শুভ নববর্ষ শুভ নববর্ষ ধ্বনিতে।
সকালের পান্তা ইলিশ আর শুকনো মরিচ
খেতে হবে তাই প্রভাতে।
ঢোল ডুম্বুরা আর বাঁশির সুরে
সবাই চলে তালে তালে,
কণ্ঠে তাদের শুভ নববর্ষ শুভ নববর্ষ ধ্বনিতে।
চারিদিকে বসেছে মেলা
অঙ্গে তাদের লাল, সাদা ও ফুলের মালা।
নানান রকম পিঠার ঝুড়ি
হুড়োহুড়ি করে কিনছে সবাই
আনন্দে আর উল্লাসে।
জাগায় জাগায় হচ্ছে গান
সবাই শুনে, খুলে মন ও প্রান।


রচনা কালঃ ০৩/০২/২০১৮