দুস্টু মেয়ের মিষ্টি কথা
কানে বাজছে যখন একা,
কি বলেছিলে বেজায় সেথা
স্মরণে নেই যথা তথা।


আলদো করে বলেছিলে
দূর থেকে ভেসে এসেছিল
তখন সে চুপি চুপি হেসেছিল
জানিনা কি ভাষা ছিল।


ভাষায় তার রঙ মাখানো
ঝাকড়া চুলে বেণী বাঁধানো,
মিস্টি মুখে হাসি ফুটানো
বলতে চেয়েছে, যা লুকানো।


চেহারা তার ফুলের মতো
গোলাপ ফুলের কলির মত,
হরিণের ন্যায় চোখ দুটো
মায়া ভরা ঠোট দুটো।


তার ডগর ডগর চাহনি
এর আগে কখনো দেখেনি,
যেটা বলার, তা এখনো বলতে পারেনি
তবুও সে পিছু ছাড়েনি।


মমতাময় নারীর ন্যায়
ভাল বেসে ঘর বাঁধতে চায়
সে এ কথাটিই বলতে চায়
এতো দিন পড়ে তাই।


এটা ছিল তার মনের ভাসনা
যা আগে বলার কোন পথ ছিল না,
এখন ভালবেসে কেন কাছে আসতে পারো না।


তারিখঃ ০৮/০২/২০১৮