মনে লেগেছে ফাগুনের দোলা
চলে এসেছে বসন্তের মেলা।
চারিদিকে কোকিলের ডাকে কলকাকলিত,
ঝরছে গাছের পাতা অঝোরে।
ন্যাড়া মাথা গাছের ডালে,
কোকিল ডাকছে কুহু কুহু বলে।
কোকিল ঐ মধুর কন্ঠে গেয়ে যাচ্ছে গান,
নতুন পাতা গজিয়ে গাছেরা পাচ্ছে প্রান।
ফাগুনের ঐ কচি পাতার ঘ্রানে,
বসন্তের হাওয়া বয়েছে আপনমনে।
চারিদিকে শুধু বসন্তের আবাস,
ঘরে ঘরে বয়ে আনে ফাগুনের সুবাস।
ফাগুনের ঐ তারা ভরা রাতে,
সকলে আনন্দে হয়ে যায় মাতোয়ারা।


তারিখঃ ২০/০১/২০১৮