পাহারের ঐ ঝর্ণার পানি
আবহমান ধরে ঝরছে বিরামহীন।
তবে কোথায় তার শুরু ও শেষ,
জ্ঞাত নেই কারো, বিধাতাই জ্ঞাত বেশ।
কি অপরূপ সৃষ্টি তারই ঝরছে সারাক্ষণ,
বিনা সেচে ঝরছে পানি তারই ইন্ধন।
প্রকৃতির এই লীলা খেলা বোঝার সাধ্য নাই,
দরিয়ায় যা সৃষ্টি সবই তার কৃপায়।
পাহাড়ের ঐ উচু চুড়ার,
অফুরান্ত পানির জোয়ার,
আপন মনে বয়ছে সারাক্ষণ।



তারিখঃ ২১/০১/২০১৮