জীবনের তরী
চলতে লাগেনা ঘড়ি
অনন্তকাল চলে তরিগরি।
আসে দিন কাটে রাত
এভাবে পার হয় বারটি মাস,
বছরের পর বছর।


জীবনের তরী
বেয়ে যায় ঘুমান্ত মাঝী,
নীরবে নিস্তব্দে, বাধাহীন পরিসরে।
জাগ্রত হয় সুপ্ত প্রতিভা লব্ধে
অগ্রসর হয় জীবন যুদ্ধে।


কান্ডারীহীন তরী
কুল কিনারা নাই তারই
ভাসমান কচুরিপনার ন্যায়,
ভাসতে থাকে চারি ধারি।


জীবন তরী
চলবে না আর তরিগরি,
থেমে যাবে জীবন ঘড়ি
জাগ্রত হবে না ঘুমান্ত মাঝী,
ঘুমিয়ে যাবে চিরতরে,
অজানার উদ্দেশে।


তারিখঃ ০৬/০২/২০১৮