কুলি
ভারী মাল তুলি
বহন করি মাথায় ঝুলি
নিয়ে মনিবের গন্তব্যে চলি।


সবার মুখের বুলি
এই কুলি, এখানে আয় চলি,
কাঁধে নিয়ে বোঝা
তারা তারি চলরে সোজা।


পয়সা কড়ি দিবো গুনে
কিনে খাবে খানা পিনে
অন্যের জন্যই বোঝা টানি
কায়িক শ্রমের মূল্য পাই না জানি।


সমাজের কাছে তুচ্ছ মোরা
নিচু জাতি বলে গালি দেয় তারা
দুঃখ কষ্ট ও অনাহারে
দিন কাটে মোদের রাস্তার ধারে।


অত্যাচার আর অবহেলা
নিত্য দিনের পথ চলা
ভাগ্যের জন্যই বোঝা টানা
কুলি হিসেবে সবার চেনা।


তারিখঃ ২৭/০২/২০১৮