যদি মুখে বলি কথা
সকলে পায় ব্যাথা।
মুখে আর বলিতে নাহি চাই
লেখার দ্বারা যদি বুঝাতে পাই,
মুখে আর বলিবে না ভাই।
সহজ সরল কথা
গরলে পরিনত হয় অযথা।
কেউবা কথার ফুলজুরি
কেউবা কথায় কথায় ভূল করি।
কেউবা কথা দ্বারা জয় করে অসাধ্য সাধন
কেউবা সঠিক কথা বলতে না পারায় হয় মদন।
কেউবা কথায় কথায় হাসি হাসি পায়
কেউবা বেশি কথা বলে ফেসে যায়।
মেপে কথা বলা কঠিন ভাই
আবার চেপে কথা সমচিন নয়।
যেটা বলার জন্য কথা, বোঝে না সেটা
উল্টে যায় মুখের কথা, বাড়ে তীব্রতা।
তাই যে কথায় গ্লানি আনে
বন্ধ তাই মুখগহবার,
চলবে লেখার দ্বারা।



তারিখঃ ২৫/০১/২০১৮