একুশ মানে বাংলা ভাষার সুপ্রতিষ্ঠত জম্মদিন
একুশ মানে সালাম, জব্বার ও শফিকের রক্ত ক্ষরণের দিন।
একুশ মানে রফিক ও বরকতের বুক ঝাঁজরা হওয়ার দিন
একুশ মানে রাজপথ রক্তে ভেসে যাওয়ার দিন।
একুশ মানে স্লোগানে স্লোগানে মুখরিত হওয়ার দিন
একুশ মানে বাংলা ভাষার নিজস্বতা ফিরিয়ে পাবার দিন।
একুশ মানে বাক স্বাধীনতা প্রতিষ্ঠার দিন
একুশ মানে রাষ্ট্রভাষা বাংলা রূপান্তরিত দিন।
একুশ মানে মায়ের মুখে হাসি ফোটানোর দিন
একুশ মানে নিস্পাপ শিশুর বড্ড হাসি।
একুশ মানে ৫২ এর ভাষা আন্দোলন
একুশ মানে ৬৯ এর গন অভ্যথান।
একুশ মানে ৭১ এর স্বাধীনতার সম্মান।
একুশ মানে রূপসী বাংলার শস্য শ্যামল,
একুশ মানে পদ্মা মেঘনা ও যমুনার স্রোত ধারা।
একুশ মানে ছয় ঋতুর বাংলাদেশ।
একুশ মানে জ্ঞানী গুণী ও মনুষীর হৃদয় স্পন্দন,
একুশ মানে নগ্ন পায়ে পথ চলা।
একুশ মানে বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরা।
একুশ মানে বিশ্ব ভাষায় পরিণত করা।
একুশ মানে জাতি ধর্ম বর্ণ ও গোত্র এক হওয়া।
একুশ আমার মায়ের ভাষা সহজ সরল বাংলা ভাষা।
একুশ মানে বর্তমান ও ভবিষ্যৎ প্রজম্মের শুদ্ধ ভাষা।
একুশ আমার অহংকার।
একুশ মানে গর্ববোধের ঝংকার,
একুশ মানে স্বস্তির নিঃশ্বাস।
একুশ মানে অস্তিত্বের আশ্বাস।


তারিখঃ ০৮/০২/২০১৮