শীতের এই ঠান্ডা হিমেল হাওয়া
বয়ছে সারা দেশ জুড়ে।
শীতের কনকনে ঠান্ডা বাতাস,
মানুষ ও পশু পাখির শরীর হচ্ছে অবস।
প্রকৃতির বাধাহীন এই নিয়মে,
মানুষের জীবন যাত্রা হয় ব্যহত,
এটাই মেনে নিচ্ছে মানুষ জীবনের সাথে।
সবচেয়ে কষ্ট তাদের যারা একেবারে নিঃস্ব,
মাথা গোজার মত নেই বাসস্থান, নেই অন্য ও বস্ত্র।
বাস্তবতাকে মেনে নেয় তারা, জরা জীর্ণ মনে।
তবে সমাজের এলিট শ্রেণীরা বুঝতে পারেনা যে,
কখন শীত এসেছে গিয়াছে চলে।
তাদের এই রঙিন জীবনে,
শীত কখনো হয়নি সঙ্গী।
বাস্তবতা কি বুঝতে পারেনি তারা,
একমাএ টাকা ও সম্পদের গরমে।
আর প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলা,
নিঃস্ব ছিন্নমূল মানুষের জীবন আজ চরমে।



তারিখঃ ১৭/০১/২০১৮