আজ বেঁচে নেই বাবা আমার
মনে বড় হা হা কার।
এ ব্যাথার মর্ম কথা
একমাত্র সেই বুঝবে
যে হারিয়েছে বাবা বেঁচে নেই আর।
বাবার আদর ভালবাসা নাহি পাবো কারো কাছে,
এ শূন্যটা হবে না যে পূরন আর।
বাবা নিয়ে যেত হাট বাজারে, এখানে সেখানে
আর কিনে দিতো কত কিছু।
যখন যেটা আবদার করিতাম
তখনই তা পেতাম চোখের পলকে।
আর শত কষ্টের মাঝে আমাদের মুখে ফুটাতো হাসি।
ছেলে মেয়ের হাসি দেখে তারা সুখ পেত।
তাই বাবা হারানোর ব্যাথা,
কাউকে বুঝাতে পারবো না সে কথা।
বাবার ঘাটতি হবেনা পূরন কারো দ্বারা,
যারা বেঁচে আছেন এই দুনিয়াতে,
ভাই বোন ও আত্মীয় স্বজন তারা।



তারিখঃ ১৯/০১/২০১৮