আদর্শ মানুষ
            মোঃ মামুন অর রশীদ


সভ্যতার এই ধুম্রজালে
      মনিষ্যি আজ হারিয়েছে হুস
আলোকময় এই ত্রিভুবনে
              খুঁজছি বৃথাই আদর্শ মানুষ।


        গগন মাঝে করছে বিরাজ
             জ্বলজলিয়ে আলোক ছটা
         সূর্যলোকে স্বার্থহীনা
                    মনুষ্য বা আছে কটা।


জ্ঞানের আলোর পাঠশালাতে
        বিদ্যা চুরি হচ্ছে যে রোজ
মনুজ গড়ার সেই বিদ্যাপীঠের
             রাখে বা আজ কয়জনই খোঁজ।


         উজান ভাটির এই দুনিয়ায়
                স্বার্থবাদীর লহর ফেলে
         সোনার তরীর দ্বার বেয়ে আজ
                    কে হবে আদর্শ ছেলে।


আলোকিত এই সোনার বাংলায়
      আবৃত যদি না হয় রে ঘুষ
কেমন করে করবো আশা
           এই সমাজে আদর্শ মানুষ।