বাংলার কৃষক ভাই
      মোঃ মামুন অর রশীদ


বাংলার মাটি করেছো খাঁটি
       ওহে বাংলার কৃষক ভাই
তোমার শক্ত হাতের ছোঁয়ায় তো
                 মোরা বাঁচার স্বপ্ন পাই।


        রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে
                 ফসল ফলাও তুমি
         তোমার তরে ধন্য হলো
                       আমার এইনা জন্মভূমি।


শত কষ্টে ফলাও ফসল
        দিন রাত্রি খেটে
তবুও তিন বেলা ভাত দেখি যেন
              যায় না তোমার পেটে।


          তোমার নিখুঁত হাতের কর্মের
                  মোরা দিতে পারিনি দাম
           তবু তোমার সৃষ্টিতে করেছ ধন্য
                         মোদের বাংলার নাম।


লাল সবুজের সোনার বাংলায়
       তুমিই আসল বীর
তোমার গড়া ফুল-ফসলেই যে ভরে
                  সবার সুখের নীড়।