কন্টেইনারের বিস্ফোরণে আজ
হাজারো মানুষ দগ্ধ
দূর থেকে ওই যায় যে শোনা
বিস্ফোরণের শব্দ।


পুড়ছে সারা শরীর মাগো
উড়ছে মাথামুণ্ড
কে নেবে দায় বিস্ফোরণের
রক্তে রঞ্জিত আজ সীতাকুণ্ড।


বার্ন ইউনিটের বেডে শুয়ে আজ
মৃত্যু যন্ত্রণায়
কত যে শ্রমিক মরছে ধুকে
খবর যে তার নাই।


লাইভে থাকা ছোট খোকার
প্রাণটি ও গেছে চলে
পুলিশ ভাইয়ের পা হারা শোক
কোথায় পাবে গেলে।


আর্তনাদের করুণ চিৎকার
শুনবে কে বা আজ
সান্তনার ওই বাণী নিয়ে
কে দেবে মা কাজ।


দেহ পোড়ার গন্ধ মাগো
চোখে দুঃখের জল
সত্তিকারের জীবন যোদ্ধাতো
ফায়ার সার্ভিসের দল।


অগ্নিশিখায় জীবন দিয়েছে
হাঁটেনি তবু পিছু
জীবন রক্ষার চেয়ে মহৎ কাজ
মাগো নেই তো অন্য কিছু।