দুচোখ ভরা স্বপ্ন নিয়ে
      ছেড়েছে খোকা বাড়ি
অচিন দেশের অচিন পথে
                দিয়েছে খোকা পারি।


            স্বপ্নের সেই নীড় ছেড়েছে খোকা
                   বছর দুয়েক হলো
             জীবন গড়ার ইতিহাস আজ
                         করছে খোকা ফলো।


মায়ার বাঁধন ছিন্ন করে
       অচেনা এই শহরে
সাজাবে খোকা নিজের জীবন
              হাজারো বসন্তের প্রহরে।


            মধ্যবিত্তের মধ্যমণি হয়ে
                 ফিরবে খোকা নীড়ে
             হাজারো স্বপ্ন খোকার যে আজ
                        সারাটি অঙ্গ জুড়ে।


কংক্রিটের ওই চার দেওয়ালে
        কাটছে খোকার বেলা
স্বপ্ন পূরণের লক্ষ্যে চলছে যে তাই
                 জীবন যুদ্ধের খেলা।