লোডশেডিং
           মোঃ মামুন অর রশীদ


উন্নয়নের জোয়ার ভাটায় যখন ভাসছে পুরো দেশ
কি বলবো দাদা লোডশেডিংয়ে জীবন তখন শেষ।
আগের মত যায় না দাদা তবে মাঝে মাঝে আসে
একটু খানি আলো দিয়ে  সাগর জলে ভাসে।


সারাদিনের ক্লান্তি শেষে যখন বাসায় ফিরে আসি
তপ্ত রোদে বিদ্যুৎবিহীন ঘামের জলে ভাসি।
দিনের শেষে সন্ধ্যা এসে নামায় আঁধার কালো
সন্ধ্যা বাতি জ্বলে নাকো জ্বলে মোমের আলো।


ভাবিনি তো আসবে কভু এমন দুঃখের দিন
মোমবাতি টা নিভু নিভু নেইতো কেরোসিন।
তপ্ত রোদে গাঁ পুরে যায় বেজায় গরম ঘরে
আষাঢ় শ্রাবণ শেষেও দেখি পুকুর নাহি ভরে।


বিদ্যুৎ এর এই জ্বালা দাদা সহ্য হয়না আর
ভাবছি বসে কেমনে সময় করবো এবার পার।
আর কতকাল চলবে এমন নেইতো কারো জানা
এই বুঝি রে লোডশেডিংয়ে করলো আবার হানা।


হাত পাখাটা হাতে নিয়ে আর চলবে কতোদিন
আসবে কবে সুদিন যবে কমবে লোডশেডিং।
অমানিশার আঁধার শেষে জ্বলবে সুখের আলো
গ্রাম হতে গ্রাম শহর জুড়ে কাটবে আঁধার কালো।