স্বার্থের এই দুনিয়াতে
সবাইতো যাযাবর
স্বার্থ ফুরিয়ে গেলে
আপনও যে হয় পর।


ক্ষমতার মোহে পড়ে
ভুলে যায় রাত দিন
আপনকে করে পর
হয়ে যায় বিবেকহীন।


ভোরের পাখি হয়ে
খবর যে নিতো রোজ
স্বার্থ মিটিয়ে গেলে
রাখে কেবা কার খোঁজ।


চারিদিকে নবরুপে
হায়নার আছে দল
স্বার্থকে পুঁজি করে
দেখি কত করে ছল।


মুখ ভরা হাসি নিয়ে
হৃদয়ে যে করে ভর
সময়ের ব্যবধানে
হয়ে যায় সেও পর।