দুরন্ত আর উদ্দীপনায়
            মন ছিলো যখন উরু-উরু
      সঠিক পথের দিশা দিলে
                 আমায় তুমি শিক্ষাগুরু।


      শিক্ষা দিলে জীবন যুদ্ধে
            কি করে চলতে হয়
      বুঝিয়ে ছিলে এই জীবনে
                শুধুই স্মৃতি পড়ে রয়।


       সেই বিদ্যালয়ের বিদ্যাপীঠে
             করেছিলে আমায় বন্দি
        শিখিয়েছিলে মানুষ আত্মার সাথে
                     কিভাবে করে সন্ধি।


        এই জীবন নামক মহাকাব্য
               তোমার থেকেই শুরু
          হৃদয় থেকে শ্রদ্ধা জানাই
                      তোমায় শিক্ষাগুরু।