কৃষক-শ্রমিক কুলি মজুর
                নয়তো সমাজের পরজীবী
         বাংলার জমিনে গৌরবের বাহক
                    তারাই তো ভাই শ্রমজীবী।


        শ্রমের মূল্য তারাই তো বুঝে
              যাদের দেহে ঝরে ঘাম
        পরিশ্রমের মালা গলায় পরে
                    ওরা চায়না পেতে নাম।


         সমাজ নামক যানবাহনের
                ওরাই তো ভাই চাকা
        এই পৃথিবীর সম্পদ দিয়ে
                    চায়না তাদের মাপা।


         স্বর্গময় এই ভুবনটি তো
               তাদের শ্রমেই গড়া
          সবুজ শ্যামল গাছপালা আর
                  ফুল ফসলে ভরা।


            শ্রমজীবীদের শ্রমের মূল্য
                 কিভাবে করবি শোধ
            সকলের মুখে ফোটাতে হাঁসি
                      যারা খাটছে নীরবে রোজ।