আকাশটা আজো আছে আগের মতো
রক্তিম সূর্য, রুপালি চাঁদ,
সংশপ্তক-রৈখিক তারা,
নাম না জানা গ্রহ-নক্ষত্ররা!
ফিরে দেখা সেই ছোটবেলা,
মাথার উপরে অবিরাম ছুটেচলা!
নেই ক্লান্তি,নেই না বলা!
নেই পরিবর্তন, নেই পরিবর্ধন!
অথচ তারি নিচে,
পৃথিবী নামক জীবন খেলার পিচে,
লেগেছে রূপ বদলের হাওয়া!
রূপে নতুনত্ব আসে,
প্রতি মাসে,
প্রতি দিনে-মিনিটে-সেকেন্ডে!
আর মানুষ নামক প্রানীটি
বদলায় সময়েরও আগে!
মন ও মননে,
প্রকৃতির পরিবর্তনে,
লাগে বদলের হাওয়া,
প্রতি ন্যানো সেকেন্ডে,
দৈবাৎ কোনো কান্ডে,
হয় রূপের বদল!
30/11/15