এ পথ নয় তো মসৃন,নয় তো সরল,
যে পথে এসেছে উন্মাদ এক দল!
দ্বীন কায়েমের লক্ষ্যে যারা,
মজনু সদা; পাগলপারা!
ধন-দৌলতে যদিও সসীম,
বুক ভরা যে সাহস অসীম!
গড়েছে এক সীসার প্রাচীর,
ধরবে না ফাটল,ধরবে না চির!
পেরিয়ে সাগর,বাঁধার পাহাড়,
আনবে আলো,কাটিয়ে আঁধার!
আয় না ছুটে,চল না মাঝি,
এক কাতারে যাই রে আজি!
কে কে আছিস? হ'রে রাজি;
ধরবো সবে জীবনবাজি!
হোক না ক্ষতি,হোক না ক্ষয়,
আনবো সুদিন,আনবো বিজয়!