রূপালী শশী,নিস্তব্ধ নিশি
ঘুমঘোরে সব প্রানী,
নিদহীন আঁখি,ডাকে নিশিপাখি
এ এক গহীন রজনী।


আকাশে জ্বলে,অগনিত তারা,
বাতাসে ভাসে,মিটিমিটি জোনাকিরা।


একলা পথিক,দিক খুঁজে সঠিক
অসীম শূন্য পানে,
পাবে কি সে পথ?মাড়িয়ে সব মত
জানবে কি জীবনের মানে?


জীবনের মানে কি মৃত্যু?
নাকি মৃত্যুই জীবনের সূচনা!
কেটে যায় অফুরান রাত্রি
শেষ হয় না পথিকের ভাবনা!


খুলে পাক কুরআন
খুঁজে নশ্বর জীবনের মানে,
মহান প্রভু রহিম রহমান
তাঁরই কৃপায় মানে জানে।


জীবন সে তো নয়
শুধুই ভোগ,শুধুই আনন্দ,
জীবন সে তো
খোদার জমিনে,খোদার প্রতিনিধিত্ব।
১৯/০২/১৬