আগস্ট এসেছে আবার ৭৫ কে স্মরণ  করে দিতে,
প্রতি বছর আগস্ট আসে ইতিহাসের সেই
কালো অধ্যায়ের আধার কে ঘিরে।
একবার আগস্ট এসেছিল শেখ মুজিবের  জীবনে,
তাজা প্রাণ গুলো ঝরে গিয়েছিল শত্রুর হিংসাত্মক কবলে।
প্রতিটি মুহূর্তে আগস্টের হাহাকার,
সেই ধ্বনি বেজে ওঠে বাঙালির হৃদয়ে ।


৭৫ এ, যে জাতি হারিয়েছে যাকে
কোন ভাবেই পারেনা তারা, আগস্টের সেই আধার কে ভুলতে।
জাতি কে পথ দেখিয়ে ছিল যারা
আগস্টের বিদায় নিয়েছে তারা !
ভোরের আলো ফুটি-ফুটি
চির-আধার নেমে এসেছিল কতগুলো জীবন্ত জীবনে ।
বুকের সাহস দিয়ে ৭১ এর পতাকা এনেছিল যারা
তাদের হত্যা করতে পঁচাত্তর এর ঘাতক সেজেছিল কারা ?
যারা ছিল দেশের মাতৃভূমির কূলে,
তাদেরই সন্ধি ছিল ঘাতকের সাথে !
আগস্টের অশুভ ঘাতক জাতির পিতার খুনী যারা
একাত্তর-এ পাকিস্তানের দালাল ছিল তারাই ।


তুমি ছিলে অন্যায়ের প্রতিবাদী অবিচল,  
রক্ত ঝরা রাজপথের সাক্ষী ;
প্রমাণ করে দিয়েছ তুমি, দিয়ে তোমার তাজা প্রাণ।
ফলে, বাঙালি জাতি দিয়েছে তোমায় এত সম্মান।
তুমি আছো বাঙালির প্রতিটি হৃদয়ের ক্ষণে-ক্ষণে
তাই তো আগস্ট আসে, বাঙালির কাছে শোকের বার্তা নিয়ে ।