আমি ভাবতেই পারছিনা
সে চলে যাবে
দূরের নক্ষত্রদেশে
অথবা অচেনা কোন দিগন্তে
তারাদের ভীড়ে
শূন্যতার নীড়ে
যেখানে নিশীথেরা বাস করে,
ভাবতেই পারছিনা ।
তাকে নিয়ে মুখরশ্রাবণ কাব্যে মন ভেজাবো-
এ কথাটা খুব যতনে তুলে রেখেছিলাম
ভাবনায় ।
ভাবনা তরীর গন্তব্য খুঁজতে খুঁজতে
একটু আগে বৃষ্টি এসে জানান দিলো
বর্ষা এখনো বাড়ি ফেরার পথ ধরেনি
বর্ষা হয়তো বাড়ি ফেরার পথ ভুলে গিয়েছে।
ভুলে থাকনা কিছু প্রহর
এই নগরেই তো থাকবে
কতক আবাহনের ইঙ্গিত দিতে,
আমি শুধু পরশ নেব
মেঘ বালিকার প্রণয়ে মেতে ।


এত স্বপ্নের পর আমি ভাবতে পারছিনা
সে চলে যাবে
সে চলে যাবে
চলে যাবে......


এরপর আবার ভাবি
ফেরার আকুলতায় মেঘ বালিকা মন খারাপ করলে করুক
আমিও নাহয় কিছুটা মন খারাপ করবো তাকে সঙ্গ দিতে
অথবা আর কিছুটা কাছে পেতে।