রাত জাগা শূন্যতা থেকে কিছু দূরে
নীরবতার শহর থেকেও কিছুটা ব্যবধানে
শুধুই নির্জনতার খোঁজে
সমসাময়িক যাপনচিত্র,
দিবসের কোলাহল রথ প্রায়সই
কবিতার সমাপ্তির পূর্বে
খানিক আবেদন তোলে
আবৃত্তি ধারণের
অথবা হঠাৎ সরে যাওয়া থেকে বারণের;
পাবার পথ কিংবা দেবার
অথবা নেবার শব্দত্রয়ী
রঙের নগর থেকে আরো কিছুটা দূরে
যতটা হলে শূন্যতা আর কোলাহলের ব্যবধান
সমান্তরাল।


রাত জাগা শূন্যতা থেকে কিছু দূরে
নীরবতার শহর থেকেও কিছুটা ব্যবধানে
এসে জীবনাচরণ
মন ছোঁবার আকুলতা যে
আজ বড্ড ইচ্ছেহীন।