অনেক ক্লান্তির পরিক্রমায়
স্পস্টত বিলীন
ঘুমডুবা রাত,


রাতের মধ্যাহ্নে
চোখ খুলে দেখি
রাতের চিঠি,
আমার ঠিকানায়;
খামহীন অথচ অমলীন


কেউ ভাজ খোলেনি
যদিও চারপাশে ইচ্ছে অনিচ্ছের গদ্য
শূন্যতার পদ্য
আর আলোকহীন মলিনতাদের ভীড়


অনেকদিন রাতের শহর
থেকে আমি নিরুদ্দেশ,
ইচ্ছে করেই


মাঝে মাঝে আলোকে
ছন্দ আকার শব্দ খুঁজি


কতক প্রহরের পর
রাতের চিঠি খুলি


তাতে লেখা
জোছনাবিলাসে যাবার নিমন্ত্রণ


সেই জোছনাবিলাস
যেখানে
জোছনাময়ীর গান
আমায় ছুঁয়ে বলে
প্রণয়কাব্যে আরেকটু ছন্দ আঁক।