ফ্ল্যাশব্যাকের শহরে একা দাঁড়িয়ে
কল্পছবির গল্পে ডুবে
রাতপ্রহর ফুরায়,
আকুলতার অবশিষ্ট শব্দে
নতুন প্রহরের কিছু কথন;
অনেক আয়োজনের ছোট্ট গীতিকাব্যে
সে কথন খানিকটা বিস্তৃত হয়,
বদলাতে থাকা মূহুর্তগুলোতে
খুব কাছ থেকে ভেসে আসে
বার্থডের প্রথম উচ্চারিত শব্দ ।
শব্দে শব্দে উষ্ণতর হয় কোলাহল
অণুসেকেন্ডে জ্বলজ্বল করে ক্যামেরার ফ্ল্যাশ
অত:পর আরেকটু কাছে ভিড়ি
হয়তো অনেকটাই কাছে,
কাছাকাছি এসে চোখের ভেতর
প্রণয় আবহ খুঁজি;
ততক্ষণে মনের ভেতর থাকা
আদুরে শব্দটা ঠোঁটের  দৃষ্টিগোচর হয়  
আমি কিছুই বলিনা
আমার ঠোঁটযুগল থেকে
শুধু উচ্চারিত হয়
হ্যাপী বার্থ ডে টু ইউ ডিয়ার ।