এখনোতো অজানা; অনন্ত বিস্ময়!
কেন এসেছিলাম এই পৃথিবীর পরে,
কেনইবা রয়ে যাবো;
আশা-হতাশার প্রদীপখানি জ্বলে-নিভে;
কেন রয়ে যাবো ক্ষণ তরে?


জীবন চলার পথে নাইকো খানিক অবকাশ
দৈন্যে ভরা এ ধরাটার চারদিকে শুধু নীলাভ বাতাস
প্রতিনিয়ত বিষাক্ত করে তুলছে নিঃশ্বাস।
কোন আশায়, এতো হতাশাতেও এতো বিশ্বাস?
কেনো ছুটে চলি, বিশ্রামহীন, ঘন সবুজ প্রান্তরে?
আলেয়া? নাকি মরুর ঝিলিক? ছুটছি কার তরে?
                                    মিটবে কি তৃষা?
অদম্য আকাংখা; মাংসহীন হাড় ক'খানা নড়েচড়ে।
                      এতো দৈন্য তবু কতো আশা!
              আপন লয়ে গড়তে চাই। কীর্তিনাশা!
কতো আশ্চর্য! স্তম্ভিত শত বিস্ময়!
তাহা কেনইবা কে বলিতে পারে?
এই আসা- পুনঃ এই যাওয়া; এইতো জীবন নয়!
তবে কেনইবা চলে যাই, চলে যাব ক্ষণ পরে,
                                        চিরতরে?