ও মা নয় মাস তুই গর্ভে ছিলি কার?
আমি নয় মাস ছিলাম গর্ভে আমার সোনা মার।


রণ রণ হুংকার ছেড়ে,
বল্ কে এলো রে মারতে তোরে?
কী এমন তার বুকের পাটা,
চল্ তো দেখি কোন সে ব্যাটা!
তার কলজেটাকে পিষে মাগো করবো যে ছারখার।।


আমি যে তোর বীর সেনানী,
তোর শত্রু রে মারতে জানি।
হুংকারে মোর কাঁপছে আকাশ,
সব শত্রুরে করবো বিনাশ।
সবকটাকে ধরবো মাগো করবো যে সংহার।।


পালাচ্ছিস কেন্ হতচ্ছাড়া,
তোর চোখ উঠাবো একটু দাঁড়া।
রে তুই কোন সাহসে বক্র চোখে,
তাকালি সোনা মায়ের দিকে?
তোর বুকের মাঝে নাই কিরে ভয় প্রাণে বাঁচবার?


২৬শে মার্চ তুই গর্ভে এলি,
নয় মাস কত কষ্ট পেলি।
তোরে গর্ভে ধরে গর্বে ধরা,
খুশিতে যেন পাগলপারা।
তোর জন্মে হাসলো সবে, কষ্টে হানাদার।।


তোর সব শত্রুদের করছি গো শেষ,
মাগো তুই যে আমার সোনার স্বদেশ।
মাগো জন্মিলি তুই অবনীর ঘরে,
নাম দিলো বাংলাদেশ তোরে।
ডিসেম্বরের ষোলতে হলো জন্ম তুই বাংলার।।


ও মা নয় মাস তুই গর্ভে ছিলি কার?
ফুলে ফলে এই যে ধরা পেটে ছিলি তার।।