তুমি যাহা হারিয়েছো তোমারই ভুলে,
ঘাটে বাঁধা ছিল তরী তৃষিতের কুলে।
নোঙরের রশি ধরে কত টানাটানি,
নাম পরিচয়ে ঘাত আরো কত হানি।
নিষেধ পাঁচিল ভেঙে সীমা করে পার,
ভুলে গেছো পথঘাট জানা অজানার।
পাথুরে কিনার খোলে নোঙরের হুক,
হৃদয় কুটিরে বাঁধে বিরল অসুখ।


অসুখের নাম নেই, নেই পরিত্রাণ,
তিমির মহুয়া বনে বিরহের গান।
তৃষিতের কূলে বাঁধা সেই তরীখানি,
ভেসে গেলো অজানায় ব্যথা দাঁড় টানি।
জানা নেই কী অসুখ, পথ কোথা শেষ!
চেয়ে থাকা নীলিমায় শুধু অনিমেষ!


০৫ অক্টোবর ২০২২