ভালোবাসাবাসি এক ভীষণ চাতুরী
যেখানে, শরীর এক আদিম ফাগুন,
ফাগুনের শিল্পে যদি লাগে কোলাহল
নগরে ফোটায় ফুল শিল্পের আগুন।


ভালোবাসাবাসি এক ভীষণ চাতুরী
যেখানে, হৃদয় এক খরস্রোতা নদী,
নদীর কল্লোলে ভাসে নাগরিক ফুল
পাপড়িরা ঝরে গেলে ভাঙে কূলোবধি।


ভালোবাসাবাসি এক ভীষণ চাতুরী
যেখানে, রমণ এক প্রভাতের সেতু,
সেতুর কিনারে জাগে সুনামির ঢেউ
সেতু বেয়ে উড়ে যায় তপ্ত ধূমকেতু।


ভালোবাসাবাসি এক ভীষণ চাতুরী
যেখানে, জীবন এক অতল সাগর
সাগরের বুক জুড়ে জোয়ারের টান
ভাটার পহরে জাগে মরীচিকা চর।


ভালোবাসাবাসি এক ভীষণ চাতুরী
যেখানে, শরীর এক আদিম ফাগুন...।


২৯ অক্টোবর ২০২২