ভুল চোখে ভুল ডুব
ভুল দোতলার সিঁড়ি
ভালবেসে ভুলে-বসা
ভুল-পথে বাড়ি ফিরি


সন্ধ্যের ভুল আলো
ভুল দরজায় কড়া
ভুল নারী, ভুল হাত
ভুল ভাবনায় সাড়া


ভুল কথা, ভুল কবি
অকারন রাতজাগা
ভুলভাল জোৎস্নায়
অদ্ভুত ভালোলাগা


ভুল চোখে ভুল প্রেম
কাঁচা দর কষাকষি
ভুল রাতে ভুল হাত
ভুল দামে চেয়ে বসি


সস্তা প্রেমের হাটে
ক্রেতা তার একঝাঁক
বাড়াবো না ভিড় আর
মুগ্ধতাটুকু থাক!