খেয়ালি মনের স্রোতে ভেসে গেল জীবনটা
হাল ধরবার মতো কেউ ছিল না,
মনে ছিল আশা এক গভীর সাগরে ভাসা
যত দূরে যায় দুচোখ ভরে যায়
নোনা জলে মেটেনা এমনের পিপাসা
তবু মনে হয় আর একটু যায়
যদি পাই কিনারা
সব অবশেষে মাঝদরিয়ায় এসে
হারালো পথের দিশা
পিছন ফিরে দেখি নোঙর ভুলে গেছি
তার সাথে পালটাও
ঢেউ ঠেলে যায় আমি বয়ে যায়
তারি মনের মতো করে
খানিক বাদে উঠলো ঝড়
ভাঙল সাধের নাও
ডুববে সব জলের তলে তাছিলনা জানা
এই সাগরে সারা জীবন হলো নোনা ।