সজিনা গাছের নীচে পুকুর পাড়ে
বেঁধে ছিলাম একটি মাচা তোমারি জন্য
তুমি আসবে পুকুর পাড়ে জামদানি সারি পরে
সেই আশাতেই থাকতাম আমি বসে
মৃদু হাসি হেসে হাঁটু জলে নেমে এসে
দেখতে যখন আমার মাচানপানে
তখন ভরে যেত আমার এ প্রাণ খুশির গানে
জল ঘোলা করে যেতে তুমি ফিরে
পুকুরের পাড় বেয়ে
আমি দেখতাম চেয়ে চেয়ে মাচার উপরে শুয়ে
তার পর আঁকাবাঁকা পথে
যেতে তুমি কোমর দুলিয়ে হেঁটে,
সেজেছো এ কি সাজে পায়ের নুপুর বাজে
ঐ নুপুরের তালে হৃদয় আমার দোলে
জীবন যেন নতুন করে আবার পাল তোলে ।।