আমি যদি পাখি হতাম
উড়তেম ঐ নীল আকাশের মাঝে
খেলতাম বুনো মেঘের সাথে
রঙ বে রঙের সাজে
সাঝের বেলায় খেলার শেষে
ফিরতাম না নীরে
কলমি ফুলের পাশে
খেজুর ডালে বসে
ঝিকিমিকি বালুকার তীরে
শুনতাম গান ভাটিয়ালী সুরে
মনটা আমার হারিয়ে গেছে
অজয় নদের তীরে ।
অমাবস্যা রাতের জ্যোৎস্না পোকা
যেন গগনের বুকে তারা আঁকা
আমি বললাম কথা তার কানে কানে
সে ভোরের শুকতারাকে গিয়ে বলে নির্জনে
একদিন কোনো এক বিকেলে
বিধাতা মরণ লিখে দেবে আমার কপালে
গরদন হবে বাঁকা খসে যাবে পাখা
আমি পড়ে রব প্রাণপাখি উড়ে যাবে শখা ।