বলে দিও তোমার বাবাকে
হতে পারবোনা তোমার প্রেমে আমি রোমিও
সকালে উঠে কথাটা দাদাকেউ জানিয়ো
দাঁতন মুখে সাইকেলের প্যাডেলে পা রেখে
দেখতে পারবোনা অবাক হয়ে
তোমার বাহার বারান্দার দিকে
রঙ বে রঙের সপ্ন দেখিয়ে
ডানা মেলে আকাশে উড়ে যেতে
পারবোনা, আমি পারবোনা
রক্ত চিঠি লিখে তোমার মন জয় করতে ।
জীবনের ঘড়ির সময়টা অতি ছোটো
ভেবে পাইনা লোকে কি করে বলে
ভালবাসা যেন টাইম পাশের মত
যে যায় সে কভু ফিরে আসেনা
পতঙ্গভুখ ফুলে কখনো ভ্রমণ বসেনা
এখনো তো দেখতে বাকী আছে এ বিশ্ব জগৎ
পারবোনা আমি পারবোনা
তোমার প্রেমে পাগলা হয়ে
দিঘির মাঝে জোয়ার ভাটা এনে দিতে ।
মা বাবার উঁচু মাথাটা হেঁট করে
ইস্কুলের গেটের সামনে হাতে লাল গোলাপ নিয়ে
এক হাঁটুর উপর দাঁড়িয়ে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে
বলতে পারবোনা আমি পারবোনা
আই লব্ ইউ !