একশো বছর পরে তুমি এসে দেখো
কোনো কিছুর পরিবর্তন হবেনা
নদী বয়ে যাবে সূর্য আলো দেবে
দিনের পর রাত,রাতের পর দিন হবে
ছোট্ট চারাটা জল হাওয়ায় বড়ো হয়ে ফল দেবে
অনেক বড় একটা ছায়া দেবে
কৃষক কৃষকই থেকে যাবে
হয়তো তার অবস্থার পরিবর্তন হবে
হবেনা কখনও নীল আকাশটা সবুজ
তার থেকে ঝরে পড়া জল মুক্ত
কালো কাকের পিছন থেকে বেড়োবেনা
রঙিন ময়ূরের পাখা
যারা রক্ত দিয়ে এসেছে যুগ যুগান্তরে
এখনো তারাই দেবে
তুমি ইতিহাস দেখো কোরান গীতা বাইবেল খোলো
সবাই একই জবাব দেবে
হাজার হাজার বছর ধরে জল চাইছে শুষ্ক মরু প্রান্তর
বুঝেছে কি কেউ তার কথা
কান পেতে শুনেছো কি
কারো হৃদয়ের যন্ত্রণা ব্যথা
আগাছা যতই সুন্দর হোক রাখেনা কেউ ফুলদানিতে
ডাস্টবিন টাকে রাখে সবাই ঘরের কোণেতে ।।