ওহে ও বিধাতা
                খুলে দেখ তো আমার খাতাটা
লিখেছ কি তুমি তাতে
                 তোমার কি তা মনে আছে
ঠিক করা আছে কি হিসাব গুলো
                 বলো তো এই পৃথিবীতে আমার কতটা মূল্য
জানি আমি তুমি তা পারবেনা
                 তুমি তো সব নিজে হাতে গড়োনা
আছে যত তোমার কর্মী
                    যদি হয় তারা বিধর্মী
তাতে তোমার কি দোষ
            এই খানে নেই আপসোস
এই বিশ্ব জগতে শক্তি আছে যত
তোমার কাছে করে মাথা নত
তাহলে নিশ্চয়ই তুমি মহৎ
সকল কাজে ধরে চলো সত্যের পথ
তবে একটি কথার জবাব দাও আমাকে
ধনীরা কেন গরীবকে ঘৃণার চোখে দেখে
এই সমাজ কেন ওদের পিছু পিছু ছোটে
ওদের কি আছে চারটা হাত তিনটে পা
না ওরা সমাজের বাবা মা