জীবনের ধারা মানে না কোনো জাল কোনো বেড়া
চলছে সে সঙ্গী সাথী ছাড়া
শিশু হতে বালক তার থেকে আসে যৌবনের সারা
যৌবন কে দিচ্ছে বৃদ্ধে তাড়া
নাতি নাতনী কে দেখে জাগে বড়ো সাধ
তাদের সাথে করি আমোদ আহলাদ
এখনতো হয়ে গেছি সব হারা
জীবন নদী বুঝি ধীর করেছে ধারা
ঐ মোহনায় পড়ে ডাকছে ওরা কারা
ওরাই নাকি হারিয়েছে জীবন নদীর ধারা
ভুলতে পারিনা যৌবনের মধুর হাঁড়ি
করেছি তা নিয়ে কত কারাকারি
আম কাঁঠাল চুরি করেছি কত লোকের বাড়ি বাড়ি
প্রিয়ার সাথে করেছি কত গলা গলি
নেইকো সে আজ আর এখানে
চলে গেছে আমাকে ছেড়ে কোনো কিছু না বলে
বইতে পারছি না আর এই নদীর ধারা
জানিনা কবে হবো স্রোত হারা ।