ভারত মাতার ঘরে ঘরে আজ স্কুল
শিক্ষিকা কে চিনতে করেনি ভুল
সময় নষ্ট করেনা একচুল
সকলেই আজ মাস্টার মহাশয়
মূর্খ কিন্তু কেউ নয়
পাড়ি দিচ্ছে ওরা লণ্ঠন আমেরিকায়
বুদ্ধি নিয়ে আসছে ভর্তি করে মাথায়
বাহির করবার সময় দেখছে আছে ছাই
খোপরিতে কিছুই তাদের নেই
শ্রদ্ধা মায়া মমতা তবে কই
আছে শুধু কয়েক পাতা বই
পটাপট ইংরেজিতে বলছে ওরা বুলি
মাতৃভাষা কে বলছে মামুলি
শিক্ষা গুরুকে জানায় না সম্মান
সুযোগ পেলেই করে দূরনাম
আজ কালকের ছাত্র সমাজ করে শুধু অবমাননার কাজ
বলে আমরা তো মডার্ন ছাত্র সমাজ
লেখা পড়া হলো আমাদের মূল কাজ
শিক্ষকরাই তো সুনাগরিকের মন্ত্র গড়ে
আপন সংসারের মায়া ছেড়ে
আমাদের নেয় আপন করে
ওরা জ্ঞানের তৃষ্ণার জল
বড়ো দয়ালু ওদের মন
ওরাই সমাজের গুনি জন ।।