বয়স কত জানিনা
সৃষ্টির শুরুতে জন্মে ছিলাম
এখনও আছি সেভাবেই
কত ঘর ভাসিয়েছি যুগ যুগান্তরে
খ্যাতিমান রাজা মহারাজা ছাই হয়ে তলিয়ে গেছে আমার জলে
ভিন্ন জাতির রক্তে রাঙিয়েছি চরণ
দেশ দেশান্তরের মানুষের পিপাসা করেছি হরণ
কাউকে ভাসিয়ে কাউকে গডেছি
কারো মন ভেঙে কাউকে ভালোবেসেছি
তবু আজও আমি স্থির হতে পারছিনা
সব কথা সব ব্যথা ভুলেছি
তবু দুই ফোটা নোনা জল ধরে রাখা হয়েছে দায়
সে যেন এখনও বসে আছে আমার তীরে
যদি কোনো দিন আসে ফিরে
জীবনের এই অবিচ্ছেদ্য নোনা জলে
শেষ বেলায় যদি দেখা মেলে ।