তোমার কথা আমার ভাষা
আমার বাড়ি তোমার বাসা
জনতার কলকে তোমার নেশা
অপরের মুখ লজ্জাটা নীজের
বাস্তবটা জলের মতো স্বচ্ছ
তার মাঝেও রঙ খুজছো
বাঃ তোমাদের জবাব নেই
দাম দিতে হয় বুঝি এবার
মাইকটা হাতে পেলে
ভেঙে যায় সব মিথ্যার বাঁধ
গরীবের মনে জাগাও কত আশা
সময়ের হাওয়াই ভেসে যায় সব প্রতিশ্রুতি
এখনও ছুটে বেড়াই আমরা, এক মুঠো অন্নের তাড়নায়
তোমরা নাকি পান্তা ভাতে ঘি খাওয়াও
আমেরিকা জার্মানি যাও
ও ভাই এত টাকা কোথায় পাও ।