ঘর ভাঙা পাখি
খুলেছে মনের আঁখি
এক নহমায় হয়েছে সব বিরল
চঞ্চল চঞ্চুতে লেগেছে চঞ্চু
গাঙুরের আছাড়ে ভেঙেছে মন বন্ধু
এ যে কি বিশম জালা
আমার নিঃশ্বাসে জরিয়ে তোমার প্রশ্বাস
ভেঙেছে নদীর বাঁধ
মিটেছে সব কোলাহল
ভাবছি এভাবেই চলুক অবিরল
অঝোরে বইছে ধারা
পথিকের ক্লান্ত বাঁশির সুরে
বসন্তের কোকিল দিয়েছে সারা
ঘর ভাঙে ভাঙুক আয়ু কমে কমুক
দিয়োনা কখনো বাধা
কারো সাদা মনে লাগিয়োনা কাদা
জীবাশ্মে যদি প্রাণ ফেরে ফেরুক
কেউ যদি কারও জন্য মরতে চাই মরুক ।