যে স্মৃতি গুলো অতীত
তাকে যেয়োনা ভুলে
যে ফুল গুলো ঝড়ে গেছে
তাকে দিয়োনা ফেলে
এই সমাজে যারা অবহেলিত
নেই যাদের কর্মের কোনো মূল্য
তাদের কথা রেখো মনে
যারা পৃথিবী গড়ে তুললো
ওদেরি রক্তে জ্বলে
এই সভ্যতার প্রদীপের আলো
মাটি খুঁড়ে বের করলো যারা
সোনা আর কয়লা
আজ কেন ওদের গায়ে ময়লা
জবাব দাও হে সভ্যতা
গড়ল তারা তাজমহল
ইতিহাস নাকি বলছে
গড়েছে তা মোগল ।