জীবনের ঐ আঁকাবাঁকা পথে হেঁটে চলেছি
আজও খুঁজছি মনের মোহনা
চন্দ্র সূর্য বিশ্ব জগৎ তন্ন তন্ন করেও খুঁজে পাইনি
একটি কাঁটা বিহীন গোলাপের সন্ধান
মনি মুক্ত সব তুচ্ছ ভাবনার সংলাপে
ভিজে গেছে সব কোলাহল
আতরের গন্ধে ভুলে গেছি রক্তের স্বাদ
আত্মাটা শোনেনা বারণ
বুদ্ধির কাছে হয়েছে হেঁট
সুপ্ত বাসনাটা ফুটে উঠতে চায়
অমাবস্যার শুকতারা হয়ে
অষ্টপ্রহর পেরিয়ে গেল
সূর্য ডুবে রাতের চাঁদ বেরিয়ে এলো
বয়সটাও ফেল করলো গতি
শেষে বন্যার জলে গা ভাসিয়ে দিলাম
সব কিছু জলাঞ্জলি দিয়ে
তবুও খুঁজে পাইনি একটি মনের মোহনা ।