দেখবি চল চেয়ে চেয়ে
বাংলার ঐ নন্দী গ্রামে গিয়ে
বিজ্ঞান আর প্রকৃতির লড়ালড়ি
মাঠের মাঝে যাচ্ছে রক্তে ছড়াছড়ি
একদল চাই তৈরী করতে সবুজ
আর একদল মুখোশ পরে বানাচ্ছে অবুঝ
কোথা থেকে যেন শোনা যাচ্ছে আওয়াজ
বন্ধ করো তোমাদের এ সংগ্রাম
নইলে ধংস করে দেব নন্দীগ্রাম
আবার কেউ বলছে
হোকনা যদি হয় শিল্প
বেকারের সমস্যা তো মিটবে অল্প
যত সব নেতা মঞ্চে বলে সুন্দর কথা
আমরা সব সময় হবো তোমাদের ছাতা
ময়দানে পাবেনা ওদের দেখা
বসেছে সেখানে ধর্ষণ আর রক্তের মেলা
প্রশ্ন করো সভ্যতাকে সে উত্তর দেবে
আর সহ্য করতে পারছিনা দূষণ
যত তৈরি হবে কারখানা
ততই জীবন হবে অজানা ।