মা তুমি কি বোঝোনা আমার কষ্ট
সবকিছু কি তোমার সামনে হবে নষ্ট
অসমাপ্ত কিছু কথা রয়ে গেল বুকে
সন্তানকে ব্যথা দিয়ে,থাকবে কি সুখে
প্রতি শরতে আসো তুমি কাশ ফুল নিয়ে
সব বিষাদের সুর ভুলে গিয়ে
খুশিতে ভরে ওঠে এ বিশ্ব সংসার
তবু কি তুমি দেখোনা আমার ব্যথাটা
এসোছো আবার নতুন সাজে সেজে
ঢোল কাসর উঠেছে ঐ বেজে
তিন বছর হলো বদলায়নি পরিধান
গরীব মিসকিন সে ও বদলেছে সুতো
পেয়েছে তোমার আশিস
মা ও মা শুধু আমায় দিলে বিষ
তুমি পরলে নিত্য নতুন
আমি হিংসায় মরে যায়
তুমি ছাড়া আমার তো এ জগতে কেউ নাই
চাইনা আমি নিত্য নতুন চাইনা আতস বাজি
মা থাকলে বলতো চুপ কর ওরে পাজি ।