জীবনের শত ব্যর্থতার পরেও
আজও আমি নিজ পায়ে দণ্ডায়মান
সহ্য করেছি আঘাতের পর আঘাত
তবুও পাইনি গ্রন্থব্য স্থলের সাক্ষাত
কিন্তু কোনো মতে মানেনা যে মন
সর্বদা সত্য খুঁজে বেড়াই এজীবন
যেটুকু সুন্দর সেটুকু করে হরণ
শত শত মিথ্যাকে করেছে নিবারণ
এ হাত মুছেছে কত মায়ের চোখের জল
গড়েছে কত পিতার মনোবল
সেই জন্য আজ কি আমি দূর্বল
বাড়ছে যত শরীরে শক্তি
কমছে তত দিন দিন ভক্তি
অসহায় কে যদি করো সহায়
কোনো দিন কি পাবে সে ভয়
সবার কাছে করি এই কামনা
দান করো আমায় সব বেদনা
তবেই পূর্ণ হবে আছে যত বাসনা ।