বহুদিন পরে ফিরে এলাম মানুষের ভিড়ে
শিমুলের তুলোর মতো ফাগুনী হাওয়াই
গা ভাসিয়ে হারিয়ে ছিলাম কারো তীরে
কুয়াশায় মাঝে পড়ে ভুল হয়েছিল পথ
নিংড়-এ ভেজা সিক্ত শরীরের তিক্ত সত্য
ঝড়ে পড়ছে ধীরে ধীরে বাস্তব ঠিকানায়
খেয়ালি বাতাস আর পারেনা উড়াতে
চাইনা মাকড়সার জালে পতঙ্গ হয়ে জরাতে
ইচ্ছে নদীর ইচ্ছা গুলো তুচ্ছ করে
মিশতে গিয়েছিলাম সাগরের মোহনায়
এই বিশ্ব জগতে তাই বুঝি হলো নাকো থাই
খুঁজে পাইনি একটিও মণি মুক্ত
ঐ আশাতেই ফিকে হলো রক্ত
শীতের সকালের এক খিলি রোদ হয়ে
আবার জেগে উঠবো পদ্ম পাতায়
বর্ষার দিনে চলতে চাই এক ছাতায়
কৌতুক হলো জীবনের সব পরিচর্যা
পুরো শরীর উলঙ্গ শুধু মুখে কাপড় দিয়ে
ঢেকে রাখা যাবে কি লজ্জা
তুমি আর আমি এখন মুখোমুখি
তবে বলে ফেল যেটুকু আছে বাকী ।